আমার দেশের পতাকা
শহীদের রক্তে মাখা,
আমার দেশের পতাকা।
বুকের তাজা রক্ত দিয়ে,
সবুজের বুকে লাল আঁকা।
আমার দেশের পতাকা।
বুকের তাজা রক্ত দিয়ে,
সবুজের বুকে লাল আঁকা।
গর্বিত এ জমি সে রক্ত মেখে,
কাটিয়ে অনেকদিন কষ্টে দুঃখে।
শহীদদেরকে বুকে নিয়ে, ধন্য সে যে একা।
সে রক্তের বিনিময়ে পেয়েছি বিজয়,
জালিমেরা পালিয়েছে নিয়ে পরাজয়।
শহীদের রক্ত যায় না কভু বৃথা।
সে রক্তের রঙ আজো হয়নি মলিন,
রক্তিম আভা তার দেখি প্রতিদিন।
সে রক্তের আঁচড়ে, এ দেশের নামটা লেখা।
কোন মন্তব্য নেই