Header Ads

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত।

এলো খুশির বরাত নিয়ে শবে বরাত।



এলো খুশির বরাত নিয়ে শবে বরাত।
মুমিনের হৃদে বহে খুশির জোয়ার,
হবে পূণ্য রাতের মোলাকাত।

মসজিদে মসজিদে খুশির এলান,
গুনগুন গুনগুন করে তাসবীহ কুরআন।
পাড়ায় পাড়ায় পড়ে নতুন সাড়া,
উপচে পড়ে প্রাণে খুশির ধারা।
হবে রবের তরে ইবাদাত।

রাত জেগে বন্দেগি জান্নাতি সাজ,
প্রাণে প্রাণে চলে তাওহিদী রাজ।
পয়গাম এলো মুমিন পূণ্য মাহের,
দিলকে বানাও রবের ইবাদাতের।
যদি চাও পেতে চাও নাজাত। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.