Header Ads

মন যেতে চায় বারে বারে

 মন যেতে চায় বারে বারে



মন যেতে বারে বারে ঐ মদীনার  দোয়ারে,
ঐ মদীনার পথের ধুলি মাখবো সারা গায়েরে।
ঐ মদীনা যাবো রে, ঐ মদীনা দেখবো রে,
ঐ মদীনার পথের ধুলি মাখবো সারা গায়েরে।


ঐ মদীনায় গিয়ে আমি সালাম তোমায় জানাবো,
সালাম দিয়ে এই হৃদয়টা চোখের জলে ভাসাবো।
প্রিয় নবী মুহাম্মদ আমরা সবাই তাঁর উম্মত,
রোজ হাশরের কঠিন দিনে ভুলে মোদের যেয়ো না।


দয়া করো হে দয়াময় ওহে মালিক রাব্বানা,
আমার প্রিয় নবীজিকে স্বপ্নযোগে দেখাও  না।
তাহার দীদার চাইরে, দাও দেখিয়ে আমারে,
তাহার দীদার পেতে আমার মনটা থাকে দিওয়ানা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.